রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনু বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ১০ কর্মকর্তার শ্রদ্ধা নিবেদন -যাযাদি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনু বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ১০ কর্মকর্তা।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে ১০ জন কর্মকর্তা টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

1

শ্রদ্ধা নিবেদনের পর তারা পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর অনু বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সরকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, ব্যারিস্টার বিপস্নব বড়ুয়া, প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ আবু জাফর রাজু, ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (লিপি গাজী), মোহাম্মদ আরিফুজ্জামান নুরুন্নবী, সঞ্জিত চন্দ্র দাস, সিনিয়র ফটোগ্রাফার এস এম গোর্কি ও আন্দ্রিয় স্কু উপস্থিত ছিলেন।

পরে কর্মকর্তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা পৃথকভাবে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে