বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

একজন ক্রীড়াবিদ আদর্শ হিসেবে গড়ে উঠতে পারে

খুলনার বিভাগীয় কমিশনার
খুলনা অফিস
  ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০
একজন ক্রীড়াবিদ আদর্শ হিসেবে গড়ে উঠতে পারে

খুলনার বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বলেছেন, 'পড়াশোনার সঙ্গে শিক্ষার্থীদের খোলাধুলা অঙ্গাঙ্গীভাবে জড়িত। খেলাধুলা শৃঙ্খলাবোধ ও যে কোনো নিয়মনীতি মেনে চলার সক্ষমতা তৈরি করে। একজন ক্রীড়াবিদ আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।'

মঙ্গলবার খুলনা জিলা স্কুল মাঠে ৫২তম উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার আরও বলেন, 'খেলাধুলার মধ্যদিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠা করা যায়। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশে ভালো ক্রীড়াবিদ তৈরি হবে বলে বিভাগীয় কমিশনার আশা করেন।'

খুলনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের উপ-পরিচালক রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক ইউসুফ আলী ও জিলা স্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত দুলালী দাস।

অনুষ্ঠানে খুলনার ১০ জেলার জেলা শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে