বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

ধুনটে প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ধুনটে প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

মসজিদ নিয়ে দ্বন্দ্বের জেরে একের পর এক হয়রানি করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কায়েস। ভূমি মন্ত্রণালয়ের এক উপ-সচিব তাকে এই হয়রানি করছেন বলে মঙ্গলবার বিকালে ধুনট মডেল প্রেস ক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক ইমরুল কায়েস বলেন, 'আমার বাড়ির পাশে একটি মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে আমার আত্মীয় ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব খান নাজমুস সোয়েবের সঙ্গে বিরোধ রয়েছে। এ কারণে আমরা মহলস্নার লোকজন আরেকটি মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করছি। এতে ওই সচিব ক্ষিপ্ত হয়ে তার বাড়ির কেয়ারটেকার আব্দুস সালাম এবং বহিরাগত ১০ থেকে ১২ জন ব্যক্তিকে দিয়ে আমার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মিথ্যা এবং বানোয়াট গল্প বানিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ দায়ের করে। যা তদন্ত করে মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের এসব হয়রানি থেকে বাঁচতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে