বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

রামগতিতে ডিগ্রি পরীক্ষার হল পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রামগতিতে ডিগ্রি পরীক্ষার হল পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

লক্ষ্ণীপুরের রামগতিতে ডিগ্রি পরীক্ষার হল পূর্বহালের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজের পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা লক্ষ্ণীপুর জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার সকালে বিক্ষোভ শেষে উপজেলা পরিষদে গিয়ে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপি প্রদানের সমন্বয়ক ওয়াহিদ উজ জামান জানান, দীর্ঘদিন ধরে পরীক্ষার ভেনু্যটি আলেকজান্ডার মডেল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যায় ভেনু্যটি বাতিল হয়ে লক্ষ্ণীপুর সরকারি কলেজের নামে দেখানো হয়েছে এতে পরীক্ষার্থীদের চরম ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। কোনো অবস্থায় তার ৭০ থেকে ৮০ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব নয়। যে কোনো আন্দোলনের মাধ্যমে ভেনু্যটি পূর্ববহালের চেষ্টা চালিয়ে যাবেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, স্মারকলিপিটি জেলা প্রশাসকের কাছে পৌঁছে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে