পটুয়াখালীর কলাপাড়ায় মোটর সাইকেল দুর্ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হামলার নাটক সাজিয়েছে উপজেলার ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোলস্না। সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
শুক্রবার দুপুরে কুয়াকাটা প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মো. নজরুল ফকির।
এ সময় লিখিত বক্তব্যে নজরুল ফকির বলেন, গত ৭ ফেব্রম্নয়ারি রোজ বুধবার রাত ৮টার দিকে ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোলস্না মদ খেয়ে মাতাল অবস্থায় তার স্ত্রীকে নিয়ে তার গ্রাম তাহেরপুরের মাছের ঘের থেকে রাতের আঁধারে মোটর সাইকেল করে আলীপুরের বাসায় আসছিলেন। এ সময় আলীপুর বন্দরের অগ্রণী ব্যাংক সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি। পরবর্তী সময়ে তাকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর ঘটনার মোড় পাল্টে নাটক সাজিয়ে হামলা বলে দাবি করে তিনি। রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে তিনি মিথ্যা অভিযোগ করে আমাদের হেয় প্রতিপন্ন করছেন বলেও দাবি এ নেতার।
তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার মোলস্না স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার প্রার্থী মাহবুব তালুকদারের পক্ষ নিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জাড়িয়েছিলেন। দল থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে। আমরা নৌকার সমর্থক ছিলাম, তাই এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সিপিপির ডেপুটি টিম লিডার শফিকুল আলম, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আইয়ুব খান, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজী, ইউনিয়ন শ্রমিক লীগ নেতা মন্নান বেপারি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বেলাল কাজী প্রমুখ।