সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বাউয়েট ক্যাম্পাসে ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বাউয়েট ক্যাম্পাসে ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
বাউয়েট ক্যাম্পাসে ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি- এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বাউয়েট গণিত বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজশাহী অঞ্চলের কেন্দ্র বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউয়েটের ট্রেজারার কর্নেল (অব.) মোহাম্মদ হামিদুল হক।

রাজশাহী অঞ্চলের সরকারি ও বেসরকারি ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে ১২৪ ছাত্র এবং ৫৬ জন ছাত্রী। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বাউয়েট, রাবি, রুয়েট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পুন্ড্র ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বগুড়া, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, জয়পুরহাট সরকারি কলেজ, টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ, বগুড়া।

প্রতিযোগিতায় ১০ শিক্ষার্থীকে সেরা ঘোষণা করা হয়। এদের মধ্যে বাউয়েট-১, রুয়েট- ৩, রাবি-৬ (গণিত-৩, পরিসংখ্যান-১, আইসিই-২)। আমন্ত্রিত অতিথিরা সেরা ১০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট এবং প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিযোগীকে সার্টিফিকেট প্রদান করেন। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মেন্টর শিক্ষককে সম্মাননা ক্রেস্ট এবং গিফট প্রদান করা হয়।

আমন্ত্রিত অতিথিরা রাজশাহী অঞ্চলের ১৪তম গণিত অলিম্পিয়াড অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর হয়েছে উলেস্নখ করে আয়োজনকারী প্রতিষ্ঠান বাউয়েট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। গণিত বিভাগের প্রভাষক সহযোগী অধ্যাপক আব্দুলস্নাহ আল মামুনের সঞ্চালনায় গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক গণিত বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন বক্তব্য রাখেন।

এছাড়া সকাল ৯টায় ক্যাম্পাসের ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স পয়েন্টে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল (অব.) মোহাম্মদ হামিদুল, জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা, ওই অলিম্পিয়াডের আহ্বায়ক গণিত বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন, বাংলাদেশ গণিত সমিতির পতাকা ড. বিষ্ণুপদ ঘোষ এবং জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন কমিটি সদস্য সচিব ড. কে এম আরিফুল কবির। অনুষ্ঠানে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে