বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জর্ডান ও ইরানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নতুনধারা
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জর্ডান ও ইরানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বৃহস্পতিবার বিকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদের সঙ্গে তার কার্যালয়ে ইরানের আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর আয়াতুলস্নাহ ড. আলী আব্বাসির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে ইরানের আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর আয়াতুলস্নাহ ড. আলী আব্বাসি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা বিনিময় চুক্তি স্বাক্ষর (এমওইউ) করতে আগ্রহ ব্যক্ত করলে ভিসি বলেন, 'এটি আমাদের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়।' তিনি প্রয়োজনীয় সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে খুব দ্রম্নততম সময়ের মধ্যে আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে ওই চুক্তি স্বাক্ষর করার আশা ব্যক্ত করেন।

দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর হলে এ দেশের বহু শিক্ষক-শিক্ষার্থী আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাধ্যমে এমফিল, পিএইচডিসহ উচ্চতর ডিগ্রি গ্রহণের সুযোগ পাবেন। এতে বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা যেভাবে ইরানের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন ঠিক তেমনিভাবে তারাও বাংলাদেশের হাজার বছরের মুসলিম ঐতিহ্য ও সভ্যতার বিষয়ে ধারণা লাভ করবেন।

একই দিন দুপুরে ভিসির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন জর্ডানের কোয়ালিটি আপগ্রেডিং একাডেমির মহাপরিচালক ড. মাহমুদ আব্দুল মাজিদ ও তুরস্ক ভিত্তিক 'দি ডেইলি সাবা' পত্রিকার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেইন। এ সময় তারা বাংলাদেশের মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের আরবি ভাষা প্রশিক্ষণ বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর (এমওইউ) সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের আরবি ভাষা শিক্ষার উন্নয়নে এবং আরবি ভাষার ওপর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের প্রস্তাবে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, 'আরবি কোরআন ও হাদিসের ভাষা। এ ভাষা ইসলামি শিক্ষার প্রাণশক্তি। তাই আরবি ভাষার প্রচার ও প্রসারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।'

ইতোমধ্যে সৌদি সরকারের সহায়তায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আরবি ভাষা ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ড. মাহমুদ আব্দুল মাজিদ বলেন, 'মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষ হিসেবে গড়ে তুলতে এবং পাশাপাশি শিক্ষকদের জন্য আরবি ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।'

তারা অনারবদের আরবি ভাষা প্রশিক্ষণের বিষয়ে বিভিন্ন কোর্ষ পরিচালনা করবেন বলেও জানান তিনি। এ বিষয়ে দ্রম্নতই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা হবে বলেও আশা প্রকাশ করেন একাডেমির মহাপরিচালক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলামসহ শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে