মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৫১ জন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবার ৫১ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। গত রোববার ২০২৩-২৪ সেশনের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উলিস্নখিত সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

এ প্রতিষ্ঠান থেকে এবারে চান্স পাওয়ারা হলেন- মিম-ঢাকা মেডিকেল কলেজ, অবন্তী ও স্বচ্ছ শহীদ-সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এলিন ও নাঈম স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজ, রোজা, তিথি, মাহবুবা, রাইশা রাজশাহী মেডিকেল কলেজ, উর্মি, বর্ষা, মামুন, মুরাদ, রিফা, সিন্থি ও সাবিরা সুলতানা নুর রংপুর মেডিকেল কলেজ, মিতু ও তিশা ময়মনসিংহ মেডিকেল কলেজ, সুমাইয়া ও অর্থী শেখ হাসিনা মেডিকেল কলেজ, শৈয়লী ও আবির ওসমানী মেডিকেল কলেজ, আশা, রেমি, পীযুষ ও সান্ত দিনাজপুর মেডিকেল কলেজ, নেহা ফরিদপুর মেডিকেল কলেজ, অবন্তী সাতক্ষীরা মেডিকেল কলেজ, কাব্য পাবনা মেডিকেল কলেজ, আফিয়া আদিবা নীলফামারী মেডিকেল কলেজ, অনামিকা কুষ্টিয়া মেডিকেল কলেজসহ অন্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে