বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

গোপালগঞ্জে দিনব্যাপী দুদকের গণশুনানি

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
গোপালগঞ্জে দিনব্যাপী দুদকের গণশুনানি

'রুখব দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ' এই স্স্নোগান নিয়ে গোপালগঞ্জে সেবা বঞ্চিত নাগরিকদের সরাসরি অভিযোগের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশনের আয়োজনে সকাল ১০টায় জেলা সদরের শেখ ফজলুল মনি অডিটরিয়াম হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মোহাম্মদ জহুরুল হক। অনুষ্ঠানের মডারেটর ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকার জনগণের উত্থাপিত ২৩টি সরকারি দপ্তরের বিরুদ্ধে ৫৭টি দুর্নীতির অভিযোগ শুনে সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

এ সময় পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা দুর্নীতি দমন অফিসের উপ-পরিচালক সিফাত উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফজলে আহমেদ, সওজ নির্বাহী প্রকৌশলী আজহারুল হকসহ জেলার সব সরকারি দপ্তরের প্রধান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে