বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

বীরগঞ্জে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল রুবাইয়াত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বীরগঞ্জে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল রুবাইয়াত

শিক্ষা জীবনের প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শিক্ষার্থী রুবাইয়াত আলম। পরীক্ষা নিয়ে পরিবারের যেমন উচ্ছ্বাস, তেমনি পরীক্ষার্থী হিসেবে বেশ কৌতূহলী সময় পার করছে সে। মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় হতে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এদিকে হঠাৎ করে ঝড় বয়ে যায় রুবাইয়াতের পরিবারের ওপর।

গত বুধবার রাতে হঠাৎ করে তার বাবা ইউপি সদস্য শফিউল আলম সুরুজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার হঠাৎ মৃতু্যতে শোকে মাতায়ারা পুরো বাড়ি। শোকে কাঁদছে প্রতিবেশীরাও। পরীক্ষার একদিন আগে বাবার মৃতু্যতে বুকে পাথর চেপে কঠিন সিদ্ধান্ত নিতে হলো তাকে। নিয়তিকে মেনে বাবার লাশ বাড়িতে রেখে চোখের জলে যেতে হলো পরীক্ষা কেন্দ্রে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে সে।

মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, বিদ্যালয়ের মেধাবী ছাত্র রুবাইয়াত আলম। এসএসসি পরীক্ষায় রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মানবিক বিভাগ হতে অংশগ্রহণ করছে সে। তার রোল নম্বর ৫৩৭৮৫১। পরীক্ষার একদিন আগে বাবার মৃতু্যতে পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। তার এই কঠিন সময়ে আমরা সান্ত্বত্মনা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সাহস জুগিয়েছে। সে নিজেকে সামলে নিয়ে পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষায় সে ভালো করবে বলে আশা করছি।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোপাল দেবশর্ম্মা জানান, শফিউল আলম সুরুজ মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। ইউনিয়নের মাহানপুর গ্রামের মৃত ওসমান গণির ছেলে। বুধবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় মারা যান তিনি। বাবার লাশ বাড়িতে রেখেই ছেলের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার মতো কঠিন কাজ রুবাইয়াত আলমকে করতে হয়েছে।

ইউপি সদস্য শফিউল আলম সুরুজের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। সেইসঙ্গে মেধাবী শিক্ষার্থী রুবাইয়াত আলমের উজ্জ্বল ভবিষৎ কামনা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে