মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

আশাশুনিতে ১২২ প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান

নতুনধারা
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আশাশুনিতে ১২২ প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান

সুন্দরবন সংলগ্ন উপকূলীয় আশাশুনি উপজেলার অসহায়-শারীরিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নর্দান এডুকেশন গ্রম্নপের প্রেসিডেন্ট ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আবু ইউসুফ মো. আব্দুলস্নাহ। শনিবার বেলা ১১টার সময় আশাশুনি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের আয়োজনে ১২২ জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আব্দুলস্নাহ তার নিজস্ব অর্থায়নে এ সব হুইলচেয়ার বিতরণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ডক্টর আবু ইউসুফ মো. আব্দুলস্নাহ বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন সে বিষয়ে জনসচেতনা তৈরি করতে হবে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে যথাযথ প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তবেই প্রতিবন্ধী ব্যক্তিরাও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে এবং আগামীতে আশাশুনি উপজেলার ৪০০ অসহায় ব্যক্তিদের মাঝে দেড় লাখ টাকা মূল্যের ইজিবাইক ক্রয় করে বিতরণ করবেন বলে আশ্বস্ত করেন।

স্কুলের সিনিয়র শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম মোলস্না, উপজেলা কৃষক লীগের সভাপতি এন. এম বি রাশেদ সরোয়ার শেলী, সাধারণ সম্পাদক মতিলাল সরকার, প্রেস ক্লাব সভাপতি জিএম আল ফারুক, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, কপোতাক্ষ কৃষি ও বনায়ন সমবায় সমিতি খরিয়াটি শাখার চেয়ারম্যান মো. আওছাফুর রহমান, খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রমজান আলী মোড়ল প্রমুখ।

এ সময় জেলা ও উপজেলার প্রশাসনিক, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে