রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে সৌদির সম্পর্ক নিবিড়:রাষ্ট্রদূত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বাংলাদেশের সঙ্গে সৌদির সম্পর্ক নিবিড়:রাষ্ট্রদূত

সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আস দুহাইলান বলেছেন, 'বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন বন্ধুত্বপূর্ণ, জমঈয়তে আহলে হাদিসের সঙ্গেও সম্পর্ক নিবিড়। আমরা মনে করি, তৌহিদ, বিশুদ্ধ আকিদা ও ইসলামি ভ্রাতৃত্বের ওপর এ সম্পর্ক গড়ে উঠেছে। শুক্রবার ঢাকার আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের উদ্যোগে ২ দিনব্যাপী দাওয়াহ্‌ ও তাবলিগি মহাসম্মেলন যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সৌদি রাষ্ট্রদূত এ কথা বলেন।

তিনি আরও বলেন, 'শিরক-বিদআত মুক্ত সমাজ গড়তে জমঈয়তে আহলে হাদিস এদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাওহিদভিত্তিক দ্বীন প্রচারে সৌদি আরব যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সমৃদ্ধ উম্মাহ গঠনেও সৌদি আরব সর্বদা বাংলাদেশের পাশে আসে।'

মহাসম্মেলনে সৌদি আরব, জর্ডান, মিসর, ভারত ও নেপালসহ কয়েকটি দেশের আন্তর্জাতিক স্কলাররা অংশগ্রহণ করেন।

সংগঠনটির সভাপতি ড. আব্দুলস্নাহ ফারুকের সভাপতিত্বে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিশ্ববরেণ্য আলেমে দীন, সৌদি ধর্ম মন্ত্রণায়ের বিশিষ্ট দাঈ শাইখ মাহির বিন যফির আল কাহতানী জুমুআর খুতবা প্রদান ও নামাজে ইমামতি করেন। তার আরবি খুতবার বঙ্গানুবাদ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুলস্নাহ খান মাদানী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে