সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত যাত্রীবহনে সেন্টমার্টিনগামী দুটি জাহাজকে জরিমানা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অতিরিক্ত যাত্রীবহনে সেন্টমার্টিনগামী দুটি জাহাজকে জরিমানা

কক্সবাজারের উখিয়ার ইনানী জেটি ঘাট হয়ে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী দুটি জাহাজকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহণের কারণে এই জরিমানা প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বার আউলিয়া নামের জাহাজকে এক লাখ টাকা এবং কর্ণফুলী জাহাজকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জানান, 'বার আউলিয়া জাহাজে ধারণক্ষমতার অতিরিক্ত আড়াইশ' যাত্রী এবং কর্ণফুলী জাহাজে ধারণক্ষমতার অতিরিক্ত একশ' যাত্রী পরিবহণ করছিল। একই সঙ্গে বার আউলিয়া জাহাজের কর্তৃপক্ষের বিরুদ্ধে আগত পর্যটকদের হয়রানি-নাজেহালের অভিযোগ ছিল। ফলে জরিমানা প্রদান করা হয় এবং একই সঙ্গে সর্তক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে