শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

'অগ্রগতির ধারা অব্যাহত রাখার দায়িত্ব সবার' -মেয়র নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ০৭ মার্চ ২০২৪, ০০:০০
'অগ্রগতির ধারা অব্যাহত রাখার দায়িত্ব সবার' -মেয়র নজরুল ইসলাম
নেত্রকোনায় রাস্তা ও কালভার্ট পরিদর্শন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান -যাযাদি

নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। আমাদের আগামী প্রজন্মের কল্যাণে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রেখে যাওয়ার জন্য অগ্রগতির এই ধারা অব্যাহত রাখার দায়িত্ব আমাদের সবার।'

বুধবার নেত্রকোনা পৌরসভার ৯নং ওয়ার্ডের হোসেনপুর গ্রামে সকালে রাস্তা ও কালভাট পরিদর্শনকালে পৌর মেয়র এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'আমাদের দেশ যেন আর পিছিয়ে না যায় সেজন্য দেশের নাগরিক হিসেবে আমাদের সবার দূরদর্শী ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।'

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, সার্ভেয়ার রফিকুল ইসলাম হাওলাদার মিলন, ওয়ালিউলস্নাহ পারভেজ, রাসেল আহমেদ, আমিরুল ইসলাম, সৌরভ চৌধুরী, ধ্রম্নব সেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে