রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১০ মার্চ ২০২৪, ০০:০০

ফুলেল শুভেচ্ছা ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি সাবেক ভূমিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম পিএবি কোস্টার যানবাহন মালিক সমিতি। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর সার্সন রোডস্থ বাসায় নবনির্বাচিত কোস্টার যানবাহন মালিক সমিতির নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পিএবি (পটিয়া আনোয়ারা বাঁশখালী) কোস্টার যানবাহন মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জাফর উদ্দিন চৌধুরী প্রকাশ ভিপি জাফর, সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর শুক্কুর, সহসভাপতি এমদাদুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ হাজী মো: লোকমান, নজরুল ইসলাম প্রমুখ। কোরআন মাহফিল ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি \হকাহারোল তরলাবাজার নূরে মদীনা হাফিজিয়া এতিমখানা ও লিলস্নাহ বোর্ডিং মাদ্রাসার উন্নয়নকল্পে এক বিরাট ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। মাদ্রাসার সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মো. মোমিনুল ইসলাম (নেয়ামতপুরী), দ্বিতীয় বক্তা ছিলেন মাওলানা মো. মোকলেছুর রহমান জিহাদী, তৃতীয় বক্তা ছিলেন হজরত মাওলানা মুফতি মো. সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়। পিঠা মেলা ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের সালথায় নবকাম পলস্নী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, একাদশ শ্রেণী ও ডিগ্রি প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ এবং পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নবকাম কলেজ মাঠে অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী প্রমুখ। এমপিকে সংবর্ধনা ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে পুনরায় নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ বেলকুচি উপজেলা শাখা। শুক্রবার সন্ধ্যায় বেলকুচির শ্রী শ্রী কালীমাতা ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি কুমার মিত্রের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। স্কাউট সমাবেশ ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর ডোমারে অষ্টম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। শুক্রবার বিকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু, জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খায়রুল আলম বাবুল। কাব্যগ্রন্থ উপহার ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি শুধুই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতার বই 'বঙ্গবন্ধু কীর্তিতে অবিনশ্বর' কাব্যগ্রন্থটি সংরক্ষিত নারী সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালাকে আনুষ্ঠানিকভাবে হাতে তুলে দেন কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল। শুধুই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতার বই 'বঙ্গবন্ধু কীর্তিতে অবিনশ্বর' কাব্যগ্রন্থটি সম্পাদনা করেছেন জাহাঙ্গীর হোসেন জুয়েল। ভেড়ামারায় শুভেচ্ছা সফরে আসেন সংরক্ষিত নারী সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালা। ফ্রি মেডিকেল ক্যাম্প ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই হাজারেরও বেশি অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা ও ফ্রি ওষুধ দেয়া হয়েছে। শনিবার বেলা ১০টার সময় উপজেলার পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আদ দ্বীন ফাউন্ডেশন ও জাহেদী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন। ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের এমপি মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল, বিশেষ অতিথি ছিলেন আদ দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন, হরিণাকুন্ডু উপজেলা ইউ এন ও মো: আক্তার হোসেন। ক্রীড়া প্রতিযোগিতা ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. এবাদুর রহমান এবাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, আত্রাই থানার ওসি মো. জহুরুল ইসলাম প্রমুখ। খাদ্যসামগ্রী বিতরণ ম পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি পবিত্র রমজান উপলক্ষে মরহুম আহম্মদ উলস্নাহ এবং মরহুমা রাজিয়া বেগমের সন্তানদের পক্ষ থেকে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অতিদরিদ্র মুসলিম পরিবারের খাদ্যসামগ্রী প্রদান ২০২৪ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফাউন্ডেশন'র ক্যাম্পাসে ফাউন্ডেশন'র প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুলস্না আল মামুন। বিশেষ অতিথি ছিলেন শাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম আলী, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, ফাউন্ডেশনের পরিচালক মো. শহীদুল ইসলাম প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি টঙ্গীর মোলস্না বাজার এলাকায় আলহাজ সানাউলস্নাহ মোলস্না জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার মসজিদের মোতাওয়ালিস্ন ও জমিদাতা আলহাজ মো. সানাউলস্নাহ মোলস্নার সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মামুনুর রশীদ মামুন মোলস্নার পরিচালনায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আজমত উলস্না খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. ওসমান আলী। এমপির অভিনন্দন ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি বাংলাদেশ পুলিশের সম্মানজনক পিপিএম পদক (রাষ্ট্রপতি পুলিশ পদক) পেয়েছেন গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায়। এ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। তিনি বলেন, পিপিএম বাংলাদেশ পুলিশের সম্মানজনক একটি পদক। সারা দেশের শত শত ওসির মধ্যে প্রতিবছর মাত্র কয়েকজনকে এ পদক দেওয়া হয়ে থাকে। আমাদের গৌরীপুর থানার ওসি এবার পিপিএম পদক পেয়েছেন, আমি গৌরীপুরবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। বুধবার বিকালে একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিনন্দন জানান। ভবন নির্মাণের উদ্বোধন ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি শুক্রবার কুড়িগ্রামের রাজারহাটে লাঠিয়ালের পাঠ মহাদেব মন্দিরের দ্বিতল ভবনের কাজের উদ্বোধন করেন রংপুরের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী দুলাল চন্দ্র মহন্ত। এ সময় মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন কুড়িগ্রাম জেলা কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠনের সভাপতি জীতেন্দ্রনাথ রায়। পরে রাজারহাটে লাঠিয়ালের পাঠ মহাদেব মন্দির কমিটির আয়োজনে মন্দির সভাপতি পরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে মিহির চন্দ্র রায়ের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুলাল চন্দ্র মহন্ত, এ সময় উপস্থিত ছিলেন জীতেন্দ্র নাথ রায়, অধীর চন্দ্র রায় ও বিবেকান্দ রায় প্রমুখ। শুভ উদ্বোধন ম শার্শা (যশোর) প্রতিনিধি যশোরের ঝিকরগাছায় হজরত শাহজালাল (রহ.) মোস্তফা হোসনেয়ারা ছিন্নমূল বয়স্ক পথশিশু ও পুনর্বাসন কেন্দ্র, মডেল এতিমখানা উন্মুক্ত কবরস্থানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু। উক্ত অনুষ্ঠানে মিজানুর রহমানের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক ফয়েজ আহমেদ ও খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, নাভারণ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের প্রভাষক আসাদুজ্জামান আসাদ। বিশেষ উপস্থিত ছিলেন নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী। ইফতার সামগ্রী বিতরণ ম সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 'আবদুল কদ্দুস মাস্টার ওয়েল ফেয়ার সোসাইটি'-এর উদ্যোগে দুই শতাধিক অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার কালিদাস বাজারে 'আবদুল কদ্দুস ওয়েলফেয়ার সোসাইটি' কার্যালয় প্রাঙ্গণে আসন্ন মাহে রমজান উপলক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, সোসাইটির সভাপতি আবদুল হাই, সম্পাদক জাকারিয়া হোসেন লাভলু, সাইফুল ইসলাম, সালাহ উদ্দিন সুমন, বহুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

-১৯চট্টগ্রামে চাল নিয়ে চালবাজি চলছে। কোথাও নির্ধারিত দামে চাল বিক্রি হচ্ছে না। ব্যবসায়ীদের ইচ্ছামতো দামেই বিক্রি হচ্ছে সব রকমের চাল, যা ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এ নিয়ে কোনো আপত্তি করলে উল্টো শুনিয়ে দিচ্ছে চালের দাম নিয়ে আরও অস্থিরতার সতর্কবার্তা।

সোমবার চট্টগ্রাম মহানগরীর সবক'টি বাজারে চালের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। নগরীর বহদ্দারহাট মক্কা রাইস নামে এসক চালের দোকানে চাল কিনতে আসা জহিরুল আলম (৫৪) জানান, বিক্রেতাদের ইচ্ছামতো দামে বাজারে বিক্রয় হচ্ছে চাল।

তিনি জানান, চট্টগ্রামের খুচরা পর্যায়ে গুণগত মানভেদে কাটারি ও মিনিকেট প্রতিকেজি চাল বিক্রয় হচ্ছে ৬৮ থেকে ৮২ টাকা পর্যন্ত। যা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ৩ থেকে ১৭ টাকা বেশি। ফলে চালের দাম এখন সাধারণ ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে। চাল কেনা নিয়ে বাজারে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন সাধারণ ভোক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে