রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উলিপুরে কারুপণ্য ইউনিট পরিদর্শনে ভুটানের রাষ্ট্রদূত

নতুনধারা
  ১২ মার্চ ২০২৪, ০০:০০
কুড়িগ্রামের উলিপুরে হস্তশিল্প কারুপণ্য ইউনিট পরিদর্শন করেন ভুটানের রাষ্ট্রদুত রিনচেন কুয়েনসিল -যাযাদি

ম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে সোমবার দুপুরে পৌরসভার রামদাস ধনিরাম এলাকায় হস্তশিল্প কারুপণ্য ইউনিট রংপুর লিমিটেড পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত।

জুট ও ঝুট দিয়ে তৈরি কার্পেট, পাপসসহ নানা রকমের হস্তশিল্প কারুপণ্য পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩, উলিপুরের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা), বাংলাদেশ ইকোনমিক অঞ্চলের (বেজা) নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) আলি আহসান, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান, উপসহকারী কমিশনার কাজি মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা, কারুপণ্য কর্মকর্তা মিলন চন্দ্র বর্মণ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে