রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করায় আইএসও সনদ পেল রাউজান

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১২ মার্চ ২০২৪, ০০:০০

রাউজান পৌরসভাকে ইন্টারন্যাশনাল অর্গানেজশন ফর স্ট্যার্ন্ডাইজেশনের পক্ষ থেকে (আইএসও) সনদ প্রদান করা হয়েছে। সনদটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় সোমবার পৌরসভা মিলানায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে। সনদ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সভাপতিত্ব করেন- মেয়র জমির উদ্দিন পারভেজ। সনদ প্রদানের আগে অনুষ্ঠানে উপস্থিত আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থার প্রতিনিধিত্বকারী কর্মকর্তা কনন্ট্রি ম্যানেজার বিলস্নাল হোসেন বলেন, বাংলাদেশের মধ্যে একমাত্র পৌরসভা রাউজান, যা আন্তর্জাতিক মান অনুসরণ করে কর্মসূচি প্রণয়নের মাধ্যমে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রাউজান এক সময় বিধ্বস্ত ও সন্ত্রাসের জনপদ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন নিয়ে কাজ করে এই রাউজান এখন গ্রিন, পিংক, ক্লিন উপজেলা। এটি বাংলাদেশের মডেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, মান নিয়ন্ত্রণকারী সংস্থার কর্মকর্তা রাসেল মনির চৌধুরী, আরিফুল হক মানিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে