শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

এশিয়ান ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  ১৯ মার্চ ২০২৪, ০০:০০
এশিয়ান ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
এশিয়ান ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

'জাতির জনক' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।

তিনি বলেন, শিশু বঙ্গবন্ধু আজকের শিশুদের জন্য অনুসরণীয়। শিশুরা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়বে, তা থেকে শিক্ষা নিয়ে নিজেকে স্বাধীনচেতা হিসেবে গড়ে তুলবে। আগামীর স্মার্ট বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রূপান্তর। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পথেই হাঁটছেন।

অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে, বাংলাদেশ নামক দেশটির জন্ম হতো না। জাতির জনকের জীবনটাই ছিল সংগ্রাম আর সাধনার। তিনি সাধনা করেছিলেন বলেই আজ পুরো জাতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। আগামীতেও স্মরণ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। বিশ্বের সব শিশুদের মানবাধিকার প্রদানে বিশ্ববাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু যেমন মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন, তেমনি আমাদেরকেও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

আরও উপস্থিত ছিলেন সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুকতাশা দিনা চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে