বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

নীলফামারী কারাগারে মাদক বিরোধী প্রচারণা

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০
নীলফামারী কারাগারে মাদক বিরোধী প্রচারণা

'মাদককে না বলুন, মাদক সংক্রান্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃতু্যদন্ড' এই সেস্নাগানকে সামনে নিয়ে নীলফামারী কারাগারে বৃহস্পতিবার সচেতনতামূলক মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে জেলা কারাগারের সহযোগিতায় কারাগার চত্বরে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ ঘোষ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা করাগারের জেল সুপার রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, সমাজসেবা অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক আবু বক্কর সিদ্দিক, প্রেস ক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর শাদীদ মো. মুনতাসির এলাহী। মাদক সেবন ও বিক্রিসহ মাদকের কুফল দিক নিয়ে বিস্তারিত বিষয় আলোচনা সভায় উঠে আসে। পরে সব বন্দি আসামিকে মাদক সেবন ও বিক্রি না করা জন্য শপথ বাক্য পাঠ করানো এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে