সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

২৫ কেজি করে চাল পেল পটিয়ার ১২শ' পরিবার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৪, ০০:০০

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় চট্টগ্রামের পটিয়ায় আলহাজ কবির আহম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১২শ' পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সোমবার পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কবির আহম্মদের বাড়িতে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন মাইফুলা কবির কারিগরি স্কুলের সভাপতি ও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন, হাজি আবুল খালেক আমেরিয়া হেফজখানা ও এতিমখানার সভাপতি মো. নাছির, ফাউন্ডেশনের সদস্য নাজিম উদ্দীন, আসিফ মোস্তফা, মাইফুলা কবির কারিগরি স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, শেয়ানপাড়া জামে মসজিদের খতিব মাওলানা এয়ার মোহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক হারুনুর রশিদ বলেন, সমাজের অসহায় হতদরিদ্র মানুষের উন্নয়নে, দেশের বিত্তবান শ্রেণিকে এগিয়ে আসতে হবে। দরিদ্র মানুষের উন্নয়নের মাধ্যমেই একটি রাষ্ট্রের উন্নয়ন চোখে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে