সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

'স্বতন্ত্র বেতন কাঠামো'র দাবি বাউবি শিক্ষক সমিতির

গাজীপুর প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৪, ০০:০০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক গত ১৩ মার্চ জারিকৃত সর্বজনীন পেনশন বিষয়ক প্রজ্ঞাপনকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শিক্ষক সমিতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বৈষম্যমূলক ব্যবস্থা বলে মনে করেন।

সোমবার সমিতির সভাপতি ড. কে এম রেজানুর রহমান ও সাধারণ সম্পাদক ড. শহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা তারা প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এটি কার্যকর হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আগামীতে মেধাবীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় আসতে নিরুৎসাহিত হবেন। বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে যে স্বায়ত্তশাসন প্রদান করেছিলেন, নতুন এই পেনশন ব্যবস্থা তার সঙ্গে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। ফলে নতুন এ প্রজ্ঞাপন নিয়ে শিক্ষকদের মধ্যে হতাশা ও অসন্তুষ্টি তৈরি হয়েছে। এ ধরনের অপচেষ্টাকে বাউবি শিক্ষক সমিতি দুরভিসন্ধি বলে মনে করছে। এমতাবস্থায় বাউবি শিক্ষক সমিতি নতুন এই পেনশন স্কিমকে প্রত্যাখ্যান করে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে