রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

'ভারত সকল সংকটে আমাদের পাশে আছে'

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৪, ০০:০০

দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, 'ভারত সকল সংকটে আমাদের পাশে আছে বলেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভারত বন্ধুত্বের হাত প্রতিটি মুহূর্তে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের প্রতি অক্ষুণ্ন রেখেছিল।'

মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, 'আমরা যেন ভুলে না যাই আমাদের মহান মুক্তিযুদ্ধে এক কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল। আমাদের অস্ত্র দিয়েছিল ট্রেনিং দিয়েছিল এবং আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে তাদের জাওয়ানদের রক্ত এক করে দিয়ে মাত্র নয় মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।'

মনোরঞ্জন শীল বলেন, 'যারা ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান তারা তাদের নিজের বাড়িতেও সকাল থেকে ভারতীয় পণ্য ব্যবহার করেন। মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা আজকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে। তার দৃঢ নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে একটি মডেল হিসেবে দার হয়েছে।'

এর আগে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা সাবেক সহ-সভাপতি মো. আশরাফুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বেগম, জেলা পরিষদের সদস্য মিরা মাহবুবা, ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্রসহ অন্যান্য নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে