রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাইনী নদীর তীরে তামাকবিরোধী সভা অনুষ্ঠিত

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৪, ০০:০০

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মরণব্যাধি তামাকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর। সোমবার দুপুরে উপজেলার মাইনী নদীর তীরে মাইনী রিসোর্ট সংলগ্ন সড়কের পাশে উপজেলা প্রশাসনের নির্দেশনায় কৃষি অধিদপ্তরের আয়োজনে তথ্য আপার সার্বিক সহযোগিতায় তামাক নিরুৎসাহিত কৃষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক তামাক চাষি অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনে বলা হয় তামাক চাষিদের দেওয়া হবে না সরকারি প্রণোদনা, কৃষি সেবা ও কৃষকের কৃষি স্মার্ট কার্ড। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, কোনো তামাক চাষিকে কোনো ধরনের ভর্তুকি, সহযোগিতা ও কৃষি প্রণোদনা দেওয়া হবে না। খুব শিগগিরই কৃষকের মধ্যে স্মার্ট কৃষি কার্ড দেওয়া হবে। কোনো তামাক চাষি কৃষি কার্ডের অন্তুর্ভুক্ত হতে পারবে না। এদিকে তামাক চাষ ছেড়ে মৌসুমি ফসল চাষ করায় উপজেলা এবং কৃষি অধিদপ্তর কর্তৃক কৃষক মো. বোরহান উদ্দীনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তামাক নিরুৎসাহিত কৃষক ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মো. কাশেম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে