মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে হামলা, আহত ৪

গাজীপুর সদর প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৪, ০০:০০
গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে হামলা, আহত ৪

গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রম্নপের মধ্যে হামলার ঘটনায় ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার শিরিরচালা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা হলেন- আল আমিন (৪২), বানিয়ারচালা এলাকার নাঈম (২৬), কাইয়ুম (২৩) ও মাহফুজা বেগম (৩৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, জে.এল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে আল আমিন ও কাজল সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে আল আমিন ও তার পরিবারের ওপর হামলা চালায় কাজল সরকারের লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ করে।

1

জয়দেবপুর থানার ওসি ইবরাহিম খলিল জানান, এই ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে