বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

রাজস্থলী উপজেলা নির্বাচন ২১ মে

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
  ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
রাজস্থলী উপজেলা নির্বাচন ২১ মে

নির্বাচনী তফসিল অনুযায়ী সারাদেশে দ্বিতীয় ধাপে আগামী ২১ মে ১৬১টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার আগারগাঁওে নির্বাচন ভবনে সভা শেষে নির্বাচন কমিশনার : জাহাঙ্গীর আলম এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী এ দিন রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল ২৪-২৬ এপ্রিল ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল ও প্রতীক বরাদ্দ হবে ২ মে।

রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চূড়ান্ত ভোটার তালিকায় রাজস্থলীতে মোট ভোটার ২০ হাজার ৮৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬০১ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ২৭৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে