শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে সেই অসহায় বৃদ্ধা অযুফা পেলেন খাদ্য সহায়তা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০
গাজীপুরের শ্রীপুরের অসহায় বৃদ্ধা অযুফার হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এসআই মোহাম্মদ রৌশন আলী -যাযাদি

রমজান মাসে খাদ্য সংকটে কষ্টে রোজা রাখার সংবাদ পেয়ে গাজীপুরের শ্রীপুরের সেই অযুফার হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন এসআই মোহাম্মদ রৌশন আলী।

রোববার বিকালের দিকে পৌর এলাকার লোহাগাছ গ্রামে গিয়ে অযুফার হাতে এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তিনি।

জানা যায়, স্বামী হারা অসচ্ছল অযুফা দীর্ঘদিন ধরে অর্থ ও বাসস্থান সংকটে মানবেতর জীবনযাপন করছেন। রমজান মাসের ১৮ দিনের সেহরি খেয়েছেন শুকনো মুড়ি দিয়ে। এমন খবর পেয়ে ওই বৃদ্ধা মায়ের খোঁজখবর নেন শ্রীপুর থানার এসআই মোহাম্মদ রৌশন আলী।

এসআই রৌশন আলী বলেন, 'অযুফার কষ্টে থাকার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি। পরে তার সম্পর্কে খোঁজখবর নিয়ে মানবেতর জীবনযাপনের বিষয়টি অনুভব করি। তাই তার জন্য সামান্য খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।'

সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন, 'মানুষের সেবা করাই পুলিশের ধর্ম। অসহায় অযুফার পাশে দাঁড়িয়ে মানবিক কাজের জন্য এসআই রৌশন অবশ্যই প্রশংসার দাবি রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে