মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য :শিল্পমন্ত্রী

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
নরসিংদীর মনোহরদীতে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন -যাযাদি

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। সব ধর্মের মানুষ একসঙ্গে বাংলা বছরের প্রথম দিন উদযাপন করে। আমাদের এসব সংস্কৃতি বাঙালি জীবনের অনুষঙ্গ। এগুলোকে অস্বীকার করার কোনো জো নেই। রোববার মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন শিবপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন, মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা প্রমুখ।

শিল্পমন্ত্রী আরও বলেন, বাংলা নববর্ষ সারাবিশ্বে বাঙালিরা উদযাপন করছে। এই উৎসবে দল-মত ধর্ম-বর্ণ-নির্বিশেষে আমরা একাকার হয়ে যাই। পুরনো দিনের সব গস্নানি ভুলে আমরা নবযাত্রায় অঙ্গীকারাবদ্ধ হই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে