রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সাকিবকে পেছনে ফেললেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক
  ২৫ মে ২০২৫, ১৬:১৯
সাকিবকে পেছনে ফেললেন মুস্তাফিজ
বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপএল) বাংলাদেশি বোলার হিসেবে এতদিন সাফল্যের চূড়ায় ছিলেন সাকিব আল হাসান। এবার তাকে ছাড়িয়ে গেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। শনিবার (২৪ মে) রাতে দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে উইকেটের হিসেবে সাকিবকে পেছনে ফেলেছেন তিনি।

চার ওভারে শনিবার জয়পুরে কাটার মাস্টার ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। তাতে ৬০ ম্যাচে আইপিএলে তার উইকেটের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫। সাকিবের নামের পাশে অবশ্য ৭১ ম্যাচে রয়েছে ৬৩ উইকেট। এদিন মুস্তাফিজের দারুণ নৈপুণ্যে দিল্লি ম্যাচটা জিতেছে ৬ উইকেটে।

1

চলতি মৌসুমে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লিতে যোগ দেন মুসস্তাফিজ। এখন পর্যন্ত খেলেছেন ৩টি ম্যাচ। সব মিলিয়ে তার শিকার ৪ উইকেট। কিন্তু দিল্লির হয়ে তার ক্যাম্পেইন এখানেই শেষ হচ্ছে। কারণ দিল্লি প্লে-অফের টিকিট কাটতে পারেনি।

জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজ। এর মাধ্যমে আইপিএলে তার মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ৬৫, যা পেছনে ফেলে দেয় সাকিব আল হাসানের ৬৩ উইকেটের রেকর্ডকে। যদিও ম্যাচ শুরুর আগে মুসফিজের নামের পাশে ছিল ৬২ উইকেট। নিজের প্রথম ওভারেই পাঞ্জাবের ওপেনার প্রভসিমরন সিংকে আউট করে সাকিবের রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। এরপর ১৬তম ওভারে শশাঙ্ক সিংকে ফেরান, এবং সেই উইকেটেই ভাঙে সাকিবের গড়া রেকর্ড।

ম্যাচের শেষ ওভারে মুস্তাফিজ ফেরান মার্কো ইয়েনসেনকে। এই তিনটি উইকেটই ক্যাচ হিসেবে তালুবন্দি করেন ট্রিস্টান স্টাবস। আরও একটি উইকেট পেতে পারতেন মুস্তাফিজ-স্টয়নিসের একটি টপ এজ পড়েছিল দুই ফিল্ডারের মাঝখানে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি তালুবন্দি হয়নি।

হাই স্কোরিং এই ম্যাচে পাঞ্জাব কিংস ২০৬ রান তুলেছিল ৮ উইকেট হারিয়ে। তবে দিল্লি ক্যাপিটালস সেই লক্ষ্য পেরিয়ে যায় ৩ বল আর ৬ উইকেট হাতে রেখেই। কিন্তু এই জয়ের পরও দিল্লিকে প্রথম পর্ব থেকে বিদায় নিতে হলো ১ পয়েন্ট কম থাকায়।

চলতি আইপিএলে দলে দেরিতে যোগ দিলেও তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’। আইপিএল মিশন শেষে এবার পাকিস্তানে বাংলাদেশের হয়ে তিন ম্যাচের টি২০ সিরিজে মাঠে নামার অপেক্ষায় মুস্তাফিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে