সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোস্তাকিম (১৮ মাস) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন পাঁচজন।
আহতরা হলেন- পাইকগাছার আব্দুল আজিজের স্ত্রী ফতেমা খাতুন (২৫), নিহত শিশুর মা শাপলা খাতুন (২০), নানী নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) এবং সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত শিশু মোস্তাকিম রোববার সকালে তার মা শাপলা খাতুন ও নানী নাজমা খাতুনের সঙ্গে খুলনার পাইকগাছার শ্রীকন্ঠপুর গ্রাম থেকে ইজিবাইকে সাতক্ষীরায় ডাক্তার দেখানোর উদ্দেশে আসছিল। পথে দহাকুলা মোড়ে পৌঁছলে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় শিশু মোস্তাকিম তার মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের আনা হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে।