মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঈদে আড়াইহাজারে খেয়া পারাপারেও দ্বিগুণ ভাড়া

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সব ধরনের যানবাহনের ভাড়া তো দুই-তিন গুণ বেড়েছেই। সেই সঙ্গে দুই-তিন গুণ বাড়িয়ে নেওয়া হচ্ছে খেয়া পারাপারের ভাড়াও। সোমবার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় মেঘনার শাখা নদীতে চলাচলরত খেয়া নৌকায় পারাপার হতে গিয়ে এমন চিত্রই চোখে পড়েছে।

এর আশপাশে রয়েছে স্কুল-কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সাড়া বছর এসব প্রতিষ্ঠানে যাতায়াত করা ব্যবসায়ী, এলাকাবাসী, ছাত্রছাত্রী এবং দূর-দূরান্ত থেকে যাতায়াতরত লোকজনদের নৌকাযোগে নদী পারাপার হতে হয়। সরেজমিন দেখা গেছে তাদের কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার ওপর পবিত্র ঈদকে কেন্দ্র করে খেয়া পারাপারের ভাড়া ১০ টাকার স্থলে জনপ্রতি ২০-৩০ টাকা করে নেওয়া হচ্ছে। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলেই তাকে আর পারাপার না করার হুমকি দেওয়া হচ্ছে খেয়া নৌকার মাঝিদের পক্ষ থেকে। ফলে লোকজন বিপদে পড়ে মাঝিদের চাহিদা অনুসারে অতিরিক্ত ভাড়া দিয়েই পারাপার হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে