শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

স্বদেশ ডেস্ক
  ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২১ এপ্রিল। দ্বিতীয় ধাপের মনোনয়ন বাছাই হবে আগামী ২৩ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। ভোট হবে ২১ মে। শেষ দিনে ১৬১ উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, শনিবার দুপুর ১২টা পর্যন্ত ১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল কাসেম ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, বর্তমান ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূঁইয়া, মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সামদানী ফেরদৌস।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, জুয়েল রানা, মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাজিদুল ইসলাম ওরফে মিন্টু মৃধা ও গোলাম মোস্তফা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা, রোকসানা আক্তার, তানজিনা আক্তার ও মনিয়ন্দ ইউপির সাবেক মেম্বার বিনা আক্তার।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, দ্বিতীয় ধাপে বাগেরহাটের ফকিরহাটে তিনটি পদে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছে বর্তমান চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ ওয়াহিদুজ্জামান এবং ফজিলা বেগম। ভাইস চেয়ারম্যান পদে দাখিল করেন বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কওসার আলী ফকির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ ইমরুল হাসান এবং সৈয়দ অলিদ ইমন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম এবং আয়েশা সিদ্দিকা।

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা রুনু, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিজ ও সাবেক পেশকার নাজমুল আলম। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আলামিন অপু, সিদলা ইউনিয়ন আওয়ামীগ নেতা শফিউদ্দিন সরকার বাচ্চু, নাঈম হাসান সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা সারোয়ার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল কাদির স্বপনের ছোট মেয়ে পারভীন আক্তার জেনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে নীলফামারীর সৈয়দপুরে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস-চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান চারজন মনোনয়ন দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান ভাইস-চেয়ারম্যান আজমল হোসেন, জাতীয় পার্টির নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ, সৈয়দপুর বিআরডিবি চেয়ারম্যান মোহসিন আলী, ইলিয়াস সরকার এরফান ও ফয়সাল দিদার দিপু। ভাইস-চেয়ারম্যান পদে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহসিন মন্ডল মিঠু, যুবলীগ নেতা শেখ আব্দুলস্নাহ সোহাগ সরকার ও আনোয়ারুল ইসলাম। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, মোস্তাফিজা বেগম, হাসিনা বেগম ও সুমিত্রা রানী।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান মনোনয়ন দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ফজলুল হক প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান খান সেলিম, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপস্নব, উপজেলা বিএনপির সহসভাপতি এএইচএম নুরুল ইসলাম খান হিরু। ভাইস চেয়ারম্যান পদে দাখিল করেছেন পৌর আওয়ামী লীগের সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক ইউসুফ আলী খান আঙ্গুর, আবু বক্কর সিদ্দিক আলম ও বাংলাদেশ কংগ্রেস পার্টির উপজেলা সভাপতি তাজ উদ্দিন মন্ডল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক সখিনা বেগম, স্বতন্ত্রপ্রার্থী খাতিজা আক্তার রিতা ও ফাহমিদা আক্তার।

মতলব (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাতজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন।

এর মধ্যে মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক। ভাইস চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রহ্ননা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান এবং সামির আহমেদ মৃধা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী। মতলব দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মন্‌জুর হোসেন রিপন ও মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রশিদ পাটওয়ারী। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী দেওয়ান বাদল, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহআলম খান ও আসলাম মিয়াজী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার আসমা, নায়েরগাঁও দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিনুর বেগম ও সাবেক ইউপি সদস্য ফাতেমা আক্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে