শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

চতুর্থ শিল্প বিপস্নবের মূল চ্যালেঞ্জ দক্ষতা ও জ্ঞান -রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী অফিস
  ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
চতুর্থ শিল্প বিপস্নবের মূল চ্যালেঞ্জ দক্ষতা ও জ্ঞান -রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন,' আমরা এখন চতুর্থ শিল্প বিপস্নবের যুগে আছি। এই বিপস্নবের মূল চ্যালেঞ্জ হলো দক্ষতা এবং জ্ঞান। দক্ষতার উপর নির্ভর করছে আমরা কারিগরি শিক্ষায় কতটুকু অগ্রগতি লাভ করছি।'

রোববার 'স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ দিবস উপলক্ষে রাজশাহীতে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন তিনি। পরে ক্যাম্পাস থেকের্ যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

তিনি আরও বলেন, কারিগরি শিক্ষা নিয়ে সমাজে একটা নেতিবাচক ধারণা আছে যে এখানে গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করে। কিন্তু আসলে কারিগরি শিক্ষা যদি ঠিকমতো করা যায়, হাতে-কলমে শেখা যায় তাহলে এর চেয়ে বেশি চাকরি আর অন্য কোথাও নেই।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ মলিস্নক, রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ আমিরুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে