সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
বিজয়নগরে সার্ভার ত্রম্নটি

মনোনয়নপত্র জমা না দিতে পারার অভিযোগ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১১ মে ২০২৪, ০০:০০
মনোনয়নপত্র জমা না দিতে পারার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সার্ভার ত্রম্নটির কারণে মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগ করেছেন বিজয়নগর উপজেলার সংরক্ষিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছা: প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তার।

বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে তিনি রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে এ বিষয়ে অভিযোগ দেন। প্রীতি খন্দকার জানান, বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দিতে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে যান। মনোনয়ন ফরমের বিভিন্ন অংশ পূরণের পর প্রস্তাবকারি ও সমর্থনকারীর ছবি অনলাইনে দেখা যাচ্ছিল না। নির্ধারিত সময় বিকাল ৪টা নাগাদও ছবি দেখা না যাওয়ায় মনোনয়ন ফরম পূরণ করতে পারেননি। প্রীতি খন্দকার অভিযোগ করে বলেন, ধারণা করা হচ্ছে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী পূর্ব পরিকল্পনা অনুযায়ী জটিলতার সৃষ্টি করেছেন। এ বিষয়ে তিনি প্রয়োজনে উচ্চ আদালতে যাবেন।

1

এ ব্যাপারে রিটার্নিং অফিসার মো. আবদুলস্নাহ আল মামুন জানান, একটি অভিযোগ পেয়েছি। তবে উনি যে সময়ে সার্ভার ক্রুটির কথা বলেছেন তখন আরও একাধিক প্রার্থী মনোননয়ন ফরম জমা দেন। যে কারণে সার্ভার ক্রুটির বিষয়টি সত্য নয় বলে মনে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে