খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ধীরেশ চন্দ্র মজুমদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুরে এলাকায় নিজ বাড়িতে তার মৃতু্য হয়। শুক্রবার সকালে শিবপুর শ্মশানে তাকে দাহ করা হয়। এর আগে জেলা পুলিশের একটি দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় সেখানে ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ, সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরে আত্মীয় স্বজনরা তার দাহ সম্পন্ন করেন। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃতু্যকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।