চট্টগ্রামের ফটিকছড়িতে রাজা বল সাবান ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মালিককে কারা ও অর্থদন্ড এবং ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলের নিউ ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয় ব্যক্তি আটক ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কাঠ পোড়ানোর অভিযোগে ইটভাটা মালিককে জরিমানা করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানিয়েছেন, চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে হাজী এজাহার মিয়া সন্স এন্ড সোপ ফ্যাক্টরি (রাজা স্পেশাল বল সাবান) এবং গোডাউনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন। এসময় বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআইয়ের দেওয়া তথ্যমতে- এ কোম্পানির লাইসেন্সের মেয়াদ ২০২২ সালে শেষ হয়েছে। লাইসেন্স নবায়নের জন্য তারা আবেদন করেছিল। এরপর পণ্যটি টেস্ট এ যায়। টেস্টে পণ্যটি অনুত্তীর্ণ হওয়ায় তাদের প্রত্যাখ্যানপত্র দেওয়া হয়। অভিযানে রাজা বল সাবানের কারখানা থেকে ৩৬০ কেজি করে ৫৪টি সিলিকেট পূর্ণ ড্রাম, ১৮৬ কেজি করে ৩০টি পাম্প স্টিয়ারেটের ড্রাম, ১৮৬ কেজি করে ২৩০টি সোপ অয়েল পূর্ণ ড্রাম, ১৮৬ কেজি করে ৩৫টি কোকোনাট অয়েল, ৩৫টি বর্জ্য ভর্তি ড্রাম, প্রায় ৫০টি খালি ড্রাম, ৫০ কেজি করে ৬৯ বস্তা কস্টিক সোডা, ২৫ কেজি করে ৬টি সুগন্ধি, ১০ কেজি করে ৪ বস্তা সোপ পাউডার, ২টি পালস্না, ১টি সেলাই মেশিন, ৭ ক্যারেটের ১৫০০ পিস সাবান বানানোর ডাইস, ১৫০টি পস্নাস্টিকের খালি বস্তা, ৩টি খালি মোড়ক পূর্ণ বস্তা, খোলা সাবান ২৫০ গ্রাম ওজনের প্রায় ২হাজার পিচ, খোলা সাবান ৫০০ গ্রাম ওজনের প্রায় ৩০০ পিচ, ১০ কেজি ওজনের ৫০টি সাবান বর্তি বস্তা, ২০ কেজি ওজনের ৪৩টি সাবান বর্তি বস্তা এবং ৩০ কেজি ওজনের ৩১টি সাবানের বস্তা জব্দ করা হয়। এছাড়াও গোডাউন থেকে ২০ কেজি ওজনের আনুমানিক ৯০০টি সাবান বর্তি বস্তা, ৩০ কেজি ওজনের ২২০টি সাবান বর্তি বস্তা, প্রায় ৩০টি মোড়কের পূর্ণ বস্তা, ৩২০টি খালি বালতি এবং একটি সেলাই মেশিন জব্দ করা হয়। জব্দ পণ্য ও মালামাল বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার মাহফুজুর রহমান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপনের যৌথ জিম্মায় দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ২৭ ধারায় হাজী এজাহার মিয়া এন্ড সন্স সোপ ফ্যাক্টরির (রাজা স্পেশাল বল সাবান) মালিক আমান উলস্নাহকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং এক লাখ টাকা নগদ জরিমানা আদায় করা হয়। আনুমানিক এক কোটি টাকার বেশি জিনিসপত্র জব্দ করা হয়েছে ফ্যাক্টরিটিতে।
এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন বলেন- ফ্যাক্টরিটি বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে সাবান উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। ফ্যাক্টরিটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ফ্যাক্টরির জিনিসপত্র সীলগালা এবং ওই ফ্যাক্টরির মালিক আমান উলস্নাহকে ১৫দিনের বিনাশ্রম জেল এবং এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জব্দকৃত মালামাল বিএসটিআই এর ফিল্ড অফিসার এবং ভূজপুর ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের নিউ ধলেশ্বরী নদীতে বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয় ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সকালে নিউ ধলেশ্বরী নদীর কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিয়ারা মারুয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেকের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান চালান।
আটক ও জরিমানা দেওয়া ব্যক্তিরা হচ্ছেন- সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পাথরাইল গ্রামের আলমগীরের ছেলে মো. হাফিজুল (২০), একই এলাকার ওমর আলীর ছেলে ওসমান গনি (২৫), চাঁন মিঞার ছেলে সাদ্দাম হোসেন (৩০), শাহাজাদপুর উপজেলার বড় বিন্নাদাইড় গ্রামের হানিফের ছেলে শরিফ (৩১), টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার কুরবান আলীর ছেলে শরিফুল (৩৮) ও কালিহাতী উপজেলার চরদুর্গাপুর গ্রামের রকিবুলের ছেলে রাসেল (১৮)।
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রায় দিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় নিউ ধলেশ্বরী নদীর উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের অংশে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ছয় ব্যক্তিকে আটক করে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারগুলো পানি উন্নয়ন বোর্ড ও বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আইন লংঘন করে কাঠ পোড়ানোর অভিযোগে ডি আর ইটভাটা মালিক আকবর আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। পৌর শহরের চাপোড় এলাকার এ ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।