রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নগরীর রাস্তা নির্মাণের পাশাপাশি জলাবদ্ধতা নিয়ে কাজ করা হচ্ছে

-বরিশাল মেয়র
বরিশাল অফিস
  ১২ মে ২০২৪, ০০:০০
নগরীর রাস্তা নির্মাণের পাশাপাশি জলাবদ্ধতা নিয়ে কাজ করা হচ্ছে
বরিশালে চারটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুলস্নাহ খোকন সেরনিয়াবাত -যাযাদি

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুলস্নাহ খোকন সেরনিয়াবাত বলেন, নগরীর রাস্তা নির্মাণের পাশাপাশি জলাবদ্ধতা নিয়ে কাজ করা হচ্ছে। যেসব রাস্তা ও ড্রেন নিচু তা উঁচু করা হবে। সেই সঙ্গে ড্রেনের পানি সঞ্চালন নিশ্চিত করা হবে।

শনিবার নগরীর গুরুত্বপূর্ণ কালুশাহ সড়কসহ হয়েছে চারটি রাস্তার নির্মাণকাজ উদ্বোধনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

1

কর্পোরেশন সূত্রে জানা গেছে, মেয়র খোকন সেরনিয়াবাত গত জুনে নির্বাচিত হওয়ার পর প্রথম ধাপে প্রায় ৮শ' কোটি টাকার বরাদ্দ অনুমোদন হয়। বরাদ্দ হাতে পেয়েই শতাধিক রাস্তা ও ড্রেনের নির্মাণ-পুনর্নির্মাণকাজের টেন্ডার আহ্বান করা হয়। এরই মধ্যে কাজও শুরু হয়েছে বেশ কয়েকটি রাস্তার।

এর মধ্যে নগরীর ১৪নং ওয়ার্ডের কালুশাহ সড়ক ড্রেনসহ, ২৯নং ওয়ার্ডের লুৎফুর রহমান সড়ক, ৩নং ওয়ার্ডের শের-ই-বাংলা সড়ক ও ৭নং ওয়ার্ডের ছোট মিয়ার গলির রাস্তা ড্রেনসহ নির্মাণকাজের উদ্বোধন করেন সিটি মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন তালুকদার, নির্বাহী প্রকৌশলী আবুল বাশার ও জনসংযোগ কর্মকর্তা রোমেল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে