মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে লিজেন্ড স্টীল রি-রোলিং কারখানার আব্দুল কুদ্দুস আকন (৫৫) নামে একজন নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার।
গ্রেপ্তাররা হলেন- শরিয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর বড় গোপালপুর এলাকার হালিম মাতুব্বরের ছেলে শহিদুল ইসলাম লিটন (৪০), একই এলাকার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে রতন হোসেন (৩৪) ও মাদারীপুরের শিবচর উপজেলার ২য়খন্ড মাদবরবাড়ি এলাকার মৃত রশিদের ছেলে জাবেদ হোসেন (৪৩)।
সংবাদ সম্মেলনে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার বলেন, উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া এলাকার লিজেন্ড স্টীল রি-রোলিং মিলের নৈশপ্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার ঘটনার ২৪ ঘন্টার ভেতর জড়িত আসামিদের সনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। রোলিং মিলের মালিক মাহাথির উদ্দিন রাতুল সঙ্গে শহিদুল ইসলাম লিটনের ব্যবসায়িক লেনদেনের কিছু টাকা পাওনা ছিল। মিল মালিক টাকা দিতে বিলম্ব করায় ক্ষিপ্ত হয়ে লিটন, তার সহযোগী রতন ও জাবেদ মিলে তাকে চেয়ারের সঙ্গে বেঁধে গরা কেটে হত্যা করেন।