আবারও গাজীপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এ টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ সেরা হয়েছে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠান থেকে ৭০৭ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন, পাসের হার ১০০%।
এ ছাড়াও টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ থেকে জেনারেল শাখায় ৪১৫ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪০৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। পাসের হার ৯৭.৩৫%
ভোকেশনাল শাখায় ১১৩ জনের মধ্যে পাস করেছে ১১০ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। পাসের হার ৯৭.৩৫%। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গালস্ কলেজ থেকে ৫০১ জনের মধ্যে পাস করেছে ৪৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন, পাসের হার ৯২.০২%। সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯৮ জনের মধ্যে পাস করেছে ১৯৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন। পাসের হার ৯৭.৪৭%।