রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ইন্দুরকানীতে জামানত হারালেন তিন প্রার্থী

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  ১৪ মে ২০২৪, ০০:০০
ইন্দুরকানীতে জামানত হারালেন তিন প্রার্থী

ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ভোট না পেয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মতিউর রহমান জামানত হারাচ্ছেন। অন্য দুজন হলেন- বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ইমরান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মৎস্যজীবী লীগ নেতা কামাল হোসেন। নির্বাচনীবিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ১ লাখ টাকা জমা দিতে হয়। আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৭৫ হাজার টাকা জমা দিতে হয়। নির্বাচনে কোনো নির্বাচনী এলাকার কাস্টিং ভোটের ১৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

গত ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ইন্দুরকানী উপজেলায় চার প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেন। চার চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান ২ হাজার ৭০৫ ভোট, বহিষ্কৃত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার ৭ হাজার ৭৪৩, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ৭০৮ ভোট পেয়েছেন।

1

উপজেলা নির্বাচন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, মোট ভোটের ১৫ শতাংশ ভোট পেলে প্রার্থী জামানত ফেরত পাবেন। এ হিসাবে তিন প্রার্থী কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় জামানত ফেরত পাবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে