রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

২৮ বছর পরও স্বজনদের ভুলেনি রামপুরবাসী

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
  ১৪ মে ২০২৪, ০০:০০
২৮ বছর পরও স্বজনদের ভুলেনি রামপুরবাসী

দিন যায় কথা থাকে, থাকে মানুষের অসংখ্য স্মৃতি। অতীত মনে করে কেউ সুখের সাগরে ভেসে বেড়ায়। কেউবা হাজারও দুঃখকষ্টে অতল সাগরে বয়ে বেড়ায় দুঃসহ স্মৃতি। এমনি একটি ঘটনা ঘটেছিল আজ থেকে ২৮ বছর আগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তাঁতসমৃদ্ধ এলাকা হিসেবে খ্যাত রামপুর কুকরাইল গ্রামে। ১৯৯৬ সালের ১৩ মে বিকাল ৫-১৫ মিনিটে এই গ্রামের ওপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্করি টর্নেডো নামের মরণ থাবা। মুহূর্তের মধ্যে কেড়ে নেয় ৭৭ তরতাজা প্রাণ। পর্যায়ক্রমে যার সংখ্যা দাঁড়ায় ১০৫ জনে। স্বজন হারানো ব্যথায় ব্যথিতরা আজও তাদের স্মরণ করছে দোয়া মাহফিল ও কাঙালিভোজের মধ্য দিয়ে। সোমবার বিকালে উপজেলার রামপুর মন্ডলবাড়ি খামারবাড়ি মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-বলস্না ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ আহমেদ, ব্যবসায়ী রফিকুল ইসলাম, আবুল হোসেন, জামাল হোসেন ওরফে জামাল মন্ত্রী, লেবু মিয়া, দুলাল মিয়া, দুখু মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে