সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

'স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার'

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৯ মে ২০২৪, ০০:০০
'স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার'

চট্টগ্রামের ফটিকছড়ির স্থানীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, 'আওয়ামী লীগ সরকার শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, পুল-কালভার্ট উন্নয়নের পাশাপাশি সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।'

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় সনি এমপি হাসপাতালের ১০০ শয্যার অগ্রগতি, কমিউনিটি ক্লিনিকের বিদু্যৎ সংযোগসহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সভা শেষে পরবর্তী জাতীয় ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় অংশগ্রহণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কমিটির সদস্য সাদাত আনোয়ার সাদী, সমিতিরহাট ইউপির চেয়ারম্যান হারুন অর রশীদ ইমন, ডা. আব্দুলস্নাহ মামুন, ডা. জয়নাল আবেদীন মুহুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে