রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ডিমলায় অনলাইন জুয়া ও মাদকে আসক্ত হয়ে নিঃস্ব হাজারো পরিবার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  ০১ জুন ২০২৪, ০০:০০
ডিমলায় অনলাইন জুয়া ও মাদকে আসক্ত হয়ে নিঃস্ব হাজারো পরিবার

নীফামারীর ডিমলায় মোবাইল ফোনে অনলাইন জুয়া আর মাদকে আসক্ত হয়ে নিঃস্ব কয়েক হাজার পরিবার। আর এ ব্যাধি বইছে উপজেলাজুড়ে। তবে ডিমলা উপজেলা সদরের থানা এলাকায় বেশি। পালস্না দিয়ে চলছে প্রতিযোগিতা কে কার আগে এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। ডিমলা থানা পুলিশের নীরব ভূমিকায় বেড়েই চলছে বিভিন্ন কৌশলে অপরাধের মাত্রা। মাদক আর জুয়ার টাকা জোগাতে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে শিশু-কিশোর হতে শুরু করে বিভিন্ন বয়সিরা।

গত ২৭ মে বিভিন্ন অনলাইন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় 'মাদকের অভয়ারণ্য ডিমলা, হাত বাড়ালেই মিলছে মাদক' শিরোনামে সংবাদ প্রকাশ হলে ডিমলা থানা পুলিশ নড়েচড়ে বসে। প্রশাসনিক দায় এড়াতে নামে মাত্র দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করলেও তুলনামূলক কোনো ভূমিকা নেই থানা পুলিশের।

মাদক ব্যবসায়ীরা দিব্যি তাদের ব্যবসা পরিচালনা করেই যাচ্ছে উপজেলা সদরের থানা এলাকার বেশকিছু স্পটে। আর অনলাইন জুয়াড়িরা ঘরে বসেই বা কোনো গোপন জায়গায় জুয়া খেলছে। ডিমলা উপজেলা সদরের বেশ কয়েকটি স্পটে প্রকাশ্যে বিভিন্ন দোকান হোটেল রেস্তরায় দলবেঁধে মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলায় মেতে উঠেছে। প্রশাসনিকভাবে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করায় পালস্না দিয়ে চলছে এই অপরাধে জড়িয়ে পড়ার প্রতিযোগিতা। অনলাইন জুয়ায় আসক্ত হওয়ার কারণে অনেক ব্যবসায়ী ও তার পরিবার নিঃস্ব হয়ে পথে দাঁড়িয়েছে। অনেকে নিরুপায় হয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পরিবারের সদস্যদের নিয়ে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে শ্রমিকের পেশায় নিয়োজিত হয়েছেন। অনেকে জায়গা জমি, ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত বিক্রি করেছে।

ডিমলা থানার ওসি দেবাশীষ রায় থানা পুলিশের নীরব ভূমিকার কথা অস্বীকার করে বলেন, 'ডিমলায় মাদক বিক্রি হচ্ছে এটা সত্য। তবে অপরাধীদের ধরতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে