বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

দাগনভূঞায় ভবন দখলচেষ্টায় গৃহকর্তার মৃতু্যর অভিযোগ

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  ০৬ জুন ২০২৪, ০০:০০
দাগনভূঞায় ভবন দখলচেষ্টায় গৃহকর্তার মৃতু্যর অভিযোগ

ফেনীর দাগনভূঞা পৌর শহরের হাসপাতাল রোডের বহুতল ভবন ভূঞা ম্যানশন দখলের চেষ্টাকালে নির্যাতনের শিকার হয়ে গৃহকর্তা আবদুল গফুর ভূঞার মৃতু্যর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনকে প্রধান আসামি করে আরও ছয়জনের নাম উলেস্নখ করে হত্যামামলা দায়ের হয়েছে।

1

ওই মামলায় মামলায় অন্য আসামিরা হলেন উল্যাহপুর এলাকার নির্মল সাহার ছেলে দহন সাহা, রুহিনী সাহার ছেলে নির্মল সাহা ও চয়ন সাহা, জগতপুর এলাকার আবদুল ওহাবের ছেলে আইয়ুব আলী, কালা মিয়ার ছেলে ছেরাজুল হক প্রকাশ হক সাব ও ইকবালসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন।

দাগনভূঞা থানার ওসি আবুল হাসিম জানান, মামলাটি তদন্ত করতে থানার ওসি (তদন্ত) রাসেল মিয়াকে দায়িত্বভার দেওয়া হয়েছে।

এর আগে গত ২ জুন দাগনভূঞা আমলী আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান হত্যা মামলাটি রেকর্ড করতে আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে