যশোরের মণিরামপুরে ট্রাক চাপায় দুইজন, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ ভ্যানের চাপায় পথচারী ও টাঙ্গাইলের কালিহাতীতে মোটর সাইকেল দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, যশোর জানান, যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় পথচারী ও ট্রাকের হেলপার নিহত হয়েছে। সোমবার সকালে যশোর-চুকনগর মহাসড়ের বাঁধাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মণিরামপুরের বাঁধাঘাটা গ্রামের আব্দুর রহমান (৭০) এবং দুর্ঘটনা কবলিত ওই ট্রাকের হেলপার। নিহতের হেলপারের পরিচয় জানান যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে যশোর থেকে চুকনগর যাচ্ছিল একটি পানির ট্যাংকি ভর্তি ট্রাক। ট্রাকটি মণিরামপুরের বাঁধাঘাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাইস মিলের গেটের পাশের ভবন ও বৈদু্যতিক খুঁটিতে আঘাত করে। সেখানে অবস্থানকারী আব্দুর রহমান ট্রাক চাপায় ঘটনাস্থলে মারা যান। একইসঙ্গে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যাওয়ায় হেলপারও ঘটনাস্থলে নিহত হন।
ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, মণিরামপুরের বাঁধাঘাটা এলাকার সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। অপরজন হেলপারের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, কুমিলস্না-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ ভ্যানের চাপায় আলী হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন উপজেলার খাড়েরা গ্রামের মরহুম হাফেজ আহমেদের ছেলে। তিনি পেশায় দুধ বিক্রেতা ছিলেন।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, আখাউড়া উপজেলার তন্তর বাজার থেকে মাছ বিক্রি করে পিকআপটি ফিরে আসার সময় ওই মহাসড়কের পাশে পথচারী আলী হোসেনকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপকে জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও কালিহাতী প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে সোমবার সকালে মো. বিলস্নাল (৩৮) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত বিলস্নাল ঢাকার ডেমরা উপজেলার বাদশা মিয়া রোডের মুসলিম নগর এলাকার আনিস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে সোমবার সকালে একটি পালসার মোটর সাইকেল নিয়ে চালক ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের সরাতৈল নামক স্থানে পৌঁছলে মোটর সাইকেলটি উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।