কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সটি ৩১ শয্যা হাসপাতাল হতে ৫০ শয্যা ২০১৬ সালের ১৩ এপ্রিলে উন্নিত হয়েছে। তখন ৮ কোটি ৪৯ লাখ ১৬৬ টাকা ব্যয়ে হাসপাতালটি হয়। এখন এলাকাবাসির দাবি এ ৫০ শয্যা হাসপাতালটি ১০০ শয্যায় রূপান্তর করা একান্ত প্রয়োজন।
যেখানে মেশিন স্টার্ট করা হয় সেখানে ছাদ দিয়ে পানি পড়া, হাসপাতালের বাথরুম অনুপযোগীসহ নানা সমস্যা রয়েছে। আউটডোরে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ রোগী দেখতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। ইমারজিন্সিতে ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি করতে গিয়ে সংকুলান হচ্ছে না। রোগীরা জানান, এ হাসপাতালে বাহির থেকে কোনো ঔষধ কিনে আনতে হয় না। ডাক্তারদের প্রেসক্রিপশনের মাধ্যমে হাসপাতাল থেকে ওষুধ দেয় ডাক্তাররা। প্রসূতি বিভাগে ডাক্তাররা ভালো চিকিৎসা দিচ্ছেন। বাজিতপুর সরকারি হাসপাতালের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকতাঁ ডা. সিনথিয়া তাসমিন এ প্রতিবেদককে বলেন, যদি হাসপাতালের নানা সমস্যা সমাধান করা যায়।