রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রূপগঞ্জে আসনে বসাকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-ভাঙচুর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১১ জুন ২০২৪, ০০:০০
রূপগঞ্জে আসনে বসাকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-ভাঙচুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার নির্বাচনে প্রতীক বরাদ্দ নিতে এসে আসনে বসাকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সামনেই এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়র প্রার্থী রফিকুল ইসলাম ও দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থকরা চেয়ার ছোড়াছোড়ি, সম্মেলনকক্ষের দরজা-জানালা ভাঙচুর করতে দেখা যায়। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় মেয়র প্রার্থী আবুল বাশার বাদশা ও রফিকুল ইসলাম রফিককে মৌখিকভাবে সতর্ক করেছে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ, রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার তাজালিস্ন ইসলাম, রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহাসহ প্রশাসনিক কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে