রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

তারেক হত্যা, খুনিদের ফাঁসি ও গ্রেপ্তার চেয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনি
  ১১ জুন ২০২৪, ০০:০০
তারেক হত্যা, খুনিদের ফাঁসি ও গ্রেপ্তার চেয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ

ধি

কক্সবাজারের কুতুবদিয়ায় ব্যবসায়ী তারেক হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বর্জন করেছেন ধূরুং বাজারের ব্যবসায়ীরা।

1

সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ধূরুং বাজারের প্রধান সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচিতে ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ হোছাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ ধূরুং ইউনিয়নের চেয়ারম্যান ও ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মিজবাহুল আলম সিকদারসহ বিভিন্ন ব্যবসায়ী। শতাধিক ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, ব্যবসায়ী তারেক শান্ত মানুষ ছিলেন। ছাত্র সংগঠনের নাম ব্যবহারকারী খুনিদের হাতে নৃশংসভাবে খুন হন তিনি। এ খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করলেও প্রধান খুনিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রম্নত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা মানববন্ধন ও অবরোধ চালিয়ে যাব। সেই সঙ্গে ছাত্র সংগঠন থেকে খুনিদের বহিষ্কারের দাবি জানান তিনি।

উলেস্নখ্য, গত ৪ জুন ব্যবসায়ী তারেককে এহছানের বাড়িতে দাওয়াত দিয়ে হত্যা করা হয়। পরে ১০ জনকে আসামি করে নিহত তারেকের ছোট ভাই জিহান বাদী হয়ে থানায় মামলা করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে