ধি
কক্সবাজারের কুতুবদিয়ায় ব্যবসায়ী তারেক হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বর্জন করেছেন ধূরুং বাজারের ব্যবসায়ীরা।
সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ধূরুং বাজারের প্রধান সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচিতে ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ হোছাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ ধূরুং ইউনিয়নের চেয়ারম্যান ও ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মিজবাহুল আলম সিকদারসহ বিভিন্ন ব্যবসায়ী। শতাধিক ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, ব্যবসায়ী তারেক শান্ত মানুষ ছিলেন। ছাত্র সংগঠনের নাম ব্যবহারকারী খুনিদের হাতে নৃশংসভাবে খুন হন তিনি। এ খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করলেও প্রধান খুনিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রম্নত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা মানববন্ধন ও অবরোধ চালিয়ে যাব। সেই সঙ্গে ছাত্র সংগঠন থেকে খুনিদের বহিষ্কারের দাবি জানান তিনি।
উলেস্নখ্য, গত ৪ জুন ব্যবসায়ী তারেককে এহছানের বাড়িতে দাওয়াত দিয়ে হত্যা করা হয়। পরে ১০ জনকে আসামি করে নিহত তারেকের ছোট ভাই জিহান বাদী হয়ে থানায় মামলা করেন।