চট্টগ্রামের আনোয়ারায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাইয়ের ঘটনায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এলাকায় পুলিশের অভিযান চলছে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।
গত রোববার রাতে আনোয়ারা থানায় কর্ণফুলী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ জানান, পুলিশের ওপর হামলা করে গুরুতর জখম, আসামি ছিনিয়ে নেওয়া, সরকারি গাড়ি ভাঙচুর এবং পুলিশের কাজে বাধাদান করার অভিযোগে ৪৪ জনের নাম উলেস্নখসহ অজ্ঞাতনামা শতাধিক জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে আনোয়ার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হককে। ছিনিয়ে নেওয়া আসামি মো. মোজাম্মেলকে দুই নম্বর আসামি করা হয়।
গত শুক্রবার আনোয়ারা বন্দর সেন্টারে সংঘটিত ঘটনায় শনিবার কর্ণফুলী থানায় ২৬ জনকে আসামি করে একটি মামলা করেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান চৌধুরী। ওই মামলার আসামি মোজাম্মেল হককে শনিবার রাত ১১টায় উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় গ্রেপ্তার করতে গেলে আনোয়ারা ও কর্ণফুলী থানার পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষ হয়। এ সময় কর্ণফুলী থানার ওসি জহির হোসেন, কয়েক পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দাসহ ১২ জন আহত হন।
এদিকে পুলিশ আসামি গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হওয়ার পর গ্রেপ্তার এড়াতে অনেকেই গা-ঢাকা দিয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত হলেও যে কোনো মুহূর্তে উত্তপ্ত হতে পারে বলে ধারণা করছেন সচেতন মহল।