রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রূপগঞ্জ উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১২ জুন ২০২৪, ০০:০০
রূপগঞ্জ উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত গোলাম দস্তগীর গাজী এমপিসহ অতিথিরা -যাযাদি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরে ২১ কোটি ৩৩ লাখ ৯১ হাজার ৪০২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা। উদ্ধৃত্ত ধরা হয়েছে ৪ কোটি ৫৮ লাখ ২৫ হাজার ৮২৩ টাকা। মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন এ বাজেট ঘোষণা করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা।

সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এমএ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে