বগুড়ার সুখানপুকুর রেলওয়ে স্টেশনে ট্রেনের একটি বগি লাইনচু্যত ও একটি ট্রেনের ইঞ্জিন চলার পথে বিকল হওয়ায় প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। এতে ২টি ট্রেনের যাত্রীরা মাঝপথে আটকে পড়ে ব্যাপক দুর্ভোগে পড়েছে।
রেলস্টেশন সূত্র জানায়, মঙ্গলবার সকালে বোনারপড়া থেকে সান্তাহারের দিকে আসা একটি লোকাল ট্র্রেন সুখানপুকুর রেলস্টেশনে আসার পর ২নং লাইনে উঠতে গিয়ে একটি বগি লাইনচু্যত হয়। এদিক গাবতলি স্টেশনে থাকা পদ্মরাগ ট্রেনটি ক্লিয়ারেন্স পেয়ে যাত্রা শুরু করলে গাবতলি-সুখানপুকুরের মাঝখানে এর ইঞ্জিন বিকল হয়। এতে সেটি মাঝপথে আটকা পড়ে। পরে সুখানপুকুরে ২লং লাইনে আটকে পড়া লোকাল ট্রেনের ইঞ্জিন দিয়ে পদ্মরাগ ট্রেন আবার গাবতলিতে ফিরিয়ে আনা হলেও প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় ট্রেন চলাচল বিঘ্নিত ও ২টি আটকা পড়া ট্রেনের যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে সান্তাহার থেকে আরেকটি ইঞ্জিন এনে চলাচল স্বাভাবিক করা হয়।
বগুড়া স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু ও সহকারী স্টেশনমাস্টার মারুফা শারমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।